আমিরাতের সন্ত্রাসী তালিকা বিশিষ্ট আলেমদের প্রত্যাখ্যান
বিভিন্ন সংগঠনকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করার জন্য সংযুক্ত আরব-আমিরাত যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বিস্ময় প্রকাশ করে তা প্রত্যাখ্যান করেছেন মুসলিম স্কলারদের একটি আন্তর্জাতিক সংগঠন।
বার্তাসংস্থা রয়টার্স গত সোমবার এক প্রতিবেদনে জানায়, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস (আইইউএমএস) চেয়ারম্যান মিসরীয় বংশোদ্ভুত ইসলামী চিন্তাবিদ ইউসুফ আল কাজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, কোন বিশ্লেষণ অথবা তদন্ত না করে এবং আইনগত ও যুক্তিসংগত কারণ না দেখিয়ে কোন সংগঠনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত অন্যায্য।
সংযুক্ত আরব আমিরাত কর্তৃক যেসব সংগঠনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে তাতে বিস্ময় প্রকাশ করে তা প্রত্যাখ্যান করেছে মুসলিম স্কলারদের প্রতিষ্ঠান আইইউএমএস। যারা ইসলামের ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের বৃত্তিরও ব্যবস্থা করছে।
গত শনিবার সংযুক্ত আরব আমিরাতে সরকারিভাবে ৮৩টি সংগঠনের নামের তালিকা প্রকাশ করে তাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে যার মধ্যে মুসলিম ব্রাদারহুড দাওয়াত আল ইসলাহ এবং লেবাননের ফাতাহ আল-ইসলামের নাম রয়েছে। এছাড়া আল কায়দা ইরাকের তথাকথিত ইসলামিক স্টেট অব ইরাক এন্ড লেভান্ট (আইএসআইএল) এবং সিরিয়ার জাবাহাত আল নুসরার (আল নুসরা ফ্রন্ট) নামও রয়েছে। এই তালিকায় ইয়েমেনের হুতি বিদ্রোহী, নাইজেরিয়ার বোকো হারাম এবং আফগানিস্তানের তালিবানের নামও রয়েছে। আন্তর্জাতিক ইসলামিক ব্যক্তিত্বের সমন্বয় গড়া ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস, (আইইউএমএস) এবং ইসলামিক রিলিফ অরগানাইজেশনকে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া আমেরিকা এবং ইউরোপের কয়েকটি সংগঠনও ঐ তালিকায় রয়েছে। যার মধ্যে আছে, ফেডারেশন অব ইসলামিক অরগানাইজেশনস ইন ইউরোপ, দি ইসলামিক রিলিফ, এটি যুক্তরাজ্যের রেজিস্ট্রেশনকৃত একটি দাতব্য প্রতিষ্ঠান। যারা বৃটিশ সরকার এবং মুসলিম অ্যাসোসিয়েশন অব বৃটেনের সাথে কাজ করে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স (সিএআইআর) এবং মুসলিম আমেরিকান সোসাইটির নামও রযেছে ঐ তালিকায়। আইইউএমএস সংযুক্ত আরব আমিরাতের করা সন্ত্রাসী তালিকা প্রত্যাখ্যান করে বলেন, অন ইসলামী সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকা বাদ দিয়ে মুসলিম সংগঠনগুলোকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং বলেছেন এটি ইসলাম বিরোধীদের এক ধরনের ষড়যন্ত্রের ফল। যে তালিকায় শেখ ইউসুফ আল কারজাভি, মরক্কোর ইসলামিক স্কলার ড. আহমদ রাইসুনির নামও রয়েছে। যিনি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস-এর ভাইস প্রেসিডেন্ট।