তারেক রহমানকে দেশে পাঠাতে বৃটিশ প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র ও দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশে ফিরিয়ে দিতে ১০ নম্বর ডাউনিং স্ট্রীটে গিয়ে বৃটিশ প্রধানমন্ত্রী বরাবর সোমবার স্মারকলিপি প্রদান করেছে যুক্তরাজ্য ছাত্রলীগ।
যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ ও সাধারণ সম্পাদক সজীব ভুঁইয়ার স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়েছে, বিএনপি-জামায়াত ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার মধ্যদিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেন। এছাড়া ১০ ট্রাক অস্ত্র চোরাচালান, আন্তর্জাতিক জঙ্গিদের সাথে হাত মিলিয়ে দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, হাওয়া ভবন তৈরি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী গড ফাদারদের লালন-পালনসহ বিভিন্ন দুর্নীতির সঙ্গে তার সম্পৃক্ততা ছিল।
স্মারকলিপিতে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের কোনো প্রকার আয়ের উত্স ছাড়া বিলাসবহুল জীবন-যাপন, চিকিত্সার নাম করে রাজনৈতিক আশ্রয় নেয়া এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের কথা উল্লেখ রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা সকল মামলার কথা জোরালোভাবে স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি আখতার উজ্জামান জাকির, এম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, শাহাদাত হোসেন জয়, ফখরুল কামাল জুয়েল, রাকিব তারেক, দপ্তর সম্পাদক ডানিয়াল আহমেদ, পরিবেশ সম্পাদক মাহবুবুর রশিদ নিপু, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button