নির্বাচিত হলে মৌলিক সমস্যা সমাধানে কাজ করবো : মিনা রহমান
টেক্সপেয়ারদের অর্থের যাতে অপচয় না হয় সেলক্ষ্যকে সামনে রেখে কাজ করছে কনজারভেটিব পার্টি। যারা সসিয়্যাল বেনিফিট পেয়ে থাকেন তারা যাথে সঠিক ভাবে বেনিফিট গ্রহন করতে পারেন, অন্যদিকে যারা কাজ করছেন তারাও যাতে কোন ভাবে বঞ্চিত নাহন এক্ষেত্রে সমতা আনতে কনজারভেটিব পার্টি বেশ কিছু পদক্ষেপ গ্রহন করেছে। প্রকৃত পক্ষে মধ্যবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যানে কাজ করছে রক্ষনশীল দল। এমন্তব্য বার্কিং আসনের কনজারভেটিব পার্টির এমপি প্রাথী মিনা রহমানের।
গত ১৭ নভেম্বর রাতে বাস্টবেল এভিনিউয়ে তার সমর্থনে সর্বস্থরের টেমস ওয়ার্ডবাসী আয়োজিত মতবিনিয়ম সভায় মিনা রহমান এমন্তব্য করেন।
তিনি বলেন, আবারও কনজারবেটিভ পার্টি ক্ষমতায় আসলে বার্কিং এলাকার হাউজিং, লেইজার ফ্যাসিলিটি সহ স্থানীয় বাসিন্দাদের মৌলিক সসস্যা গুলো সমাধের জন্যে কাজ করবেন।
বিশিষ্ট ব্যাবসায়ী মিজানুর রহমানের সভাপতিত্বে ও নূরুল ইসলাম ও জিয়াউর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার লন্ডন এসেম্বলী মেম্বার এন্ডু বফ, প্রবীণ কমিউনিটি ব্যাক্তিত্ব আলী সোবহান (আব্দুস সালাম)।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন, পাকিন্তানী কমিউনিটির নেতা জাফর জাহাঙ্গির কোরেশী, লুৎফুর রহমান, জিয়াউর রহমান, দুলন চৌধুরী, বার্কিং কনজারভেটিবের শাহ সহিদুর রহমান, গয়াছ মিয়া, আব্দুল মজিদ, নিউহ্যান কনজারভেটিব পার্টির ডেপুটি চেয়ার সৈয়দ হোসাইন আহমদ, মিনা রহমানের ক্যাম্পেইন টিম ম্যানেজার অধ্যাপক শাহগীর বখত ফারুক, জামাল আহমদ খান, গয়াছুর রহমান গয়াছ প্রমুখ।
বক্তারা বলেন, ২০১১ সালের পরিসংখ্যান অনুয়ায়ী বার্কিং এলাকায় বিপুল সংখ্যক মাইনরিটির বসবাস এর মধ্যে ২০ হাজার অফ্রিকান ও ক্যারাবিয়ান, সাত হাজার বাংলাদেশী, দশ হাজারেরও বেশী পাকিস্তানী, পাঁচ থেকে সাত হাজার ভারতীয়ের বসবাস হলেও এ্যাথনিক কমিউনিটির মানুষের কল্যানে লেবারদল কোন পদক্ষেপ নেয়নি। টেমস ওয়ার্ডে একটি লেইজার সেন্টার ও লাইব্রেরীর দাবী দীর্ঘ দিনের। বারবার আবেদন সত্বেও কোন কাজ হয়নি।
এন্ডু বফ বলেন, লেবার পার্টি ফ্রান্সওয়ে কমিউনিটি সেন্টারটি একটি হাউজিং কোম্পেনীর কাছে বিক্রি করার পদক্ষেপ নিলে মিনা রহমান এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন, তার আন্দলের ফলে কাউন্সিল তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে সেন্টারটি হ্যারিটেজের তালিকাভুক্ত হয়। এই সেন্টার থেকে এখন ডাগেনহ্যামের মালটিক্যালচারার কমিউনিটি সবধরনের সুযোগ সুবিধা ভোগ করছে। মিনা রহমান এমপি নির্বাচিত হওয়ার আগেই আপনাদের জন্যে কাজ করছেন, তিনি নির্বাচিত হলে উপকৃত হবে সর্বস্থরের বার্কিংবাসী সেই সাথে এ্যাথনিক কমিউনিটি।
তিনি বলেন, এ্যাথনিক কমিউনিটির কল্যানে বার্কিংয়ে মিনা রহমানের বিকল্প নেই।