স্পেনের পার্লামেন্টে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেনের পার্লামেন্ট সদস্যরা। মঙ্গলবার রাতে ৩১৯ জন পালামেন্টে সদস্যের ভোটে এ প্রস্তাব পাস হয়েছে। ইউরোপীয় ইউনিয়নভূক্ত অন্য দেশগুলোর মতো স্পেনের আইনপ্রণেতারা এ প্রস্তাব পাসের মাধমে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য দেশটির সরকারের কাছে আহ্বান জানান।
গতকাল র্পালামেন্টে ৩১৯ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিপক্ষে ছিলেন দুজন। আর অনুপস্থিত ছিলেন একজন।