নিউইয়র্কে তুষারঝড়ে ৪ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যাপক তুষারঝড়ে চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাজ্যের বাফেলোয় এ ঘটনা ঘটে। রেকর্ড পরিমাণ তুষারপাতের কারণে লোকজন গাড়ি ও বাড়িঘরে আটকা পড়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
নায়াগ্রার কাছে নগরীর দক্ষিণের অনেক এলাকায় ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে চার থেকে পাঁচ ফুট উচ্চতার তুষার জমে যায়।
ইরি কাউন্টির নির্বাহী কর্মকর্তা মার্ক পোলোনকার্জ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমাদের কাউন্টির অনেক এলাকায় মাত্র তিন দিনে রেকর্ড পরিমাণ তুষারপাতের ঘটনা ঘটেছে।’
তিনি জানান, এতে চারজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, তুষারপাতের ঘটনায় অনেক গাড়ি রাস্তায় এবং লোকজন ঘরবাড়িতে আটকা পড়েছে।
গভর্নর অ্যান্ড্রিউ কোমো জানান, ভুক্তভোগী লোকজনকে সহযোগিতা করতে ন্যাশনাল গার্ডের সদস্যদের ডেকে পাঠানো হয়েছে।