স্কুলব্যাগে ভরা যাবে মোটরসাইকেল (ভিডিও)

মোটরসাইকেল পার্কিং সমস্যা বা চুরির ভয় আর করতে হবে না। সহজেই পিঠের ব্যাগে পুরতে পারবেন সাধের বাইকটি। প্রয়োজন মতো বের করে ভাঁজ খুলে স্টার্ট দিয়ে নির্বিঘ্নে চলবেন এই যানজটের নগরীতে। স্কুলের ছাত্ররাও অনায়াসেই বহন করতে পারবে।
ভাঁজ করা যায়, এমন বাইক উদ্ভাবন কিন্তু অনেক আগেই হয়েছে। কিন্তু এবার একেবারে ভাঁজ করে স্কুলব্যাগে ‍পুরে রাখা যাবে এমন বাইকে এ-ই প্রথম।
বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এই অভিনব বাইকটির নামও দেয়া হয়েছে ‘Impossible’। আর পাঁচটা সাধারণ বাইকের থেকে একেবারেই আলাদা এটি। সিটটি এমন ভাবে তৈরি করা হয়েছে, যেকোনো ওজনের মানুষ বসতে পারবে। সিট আর হ্যান্ডেল একই উচ্চতায় রাখা হয়েছে। ফলে আরোহীর ওজন দুটি চাকাই সমানভাবে বহন করবে।
ব্যাগ প্যাক বা স্কুল ব্যাগে বহন করতে যাতে কষ্ট না হয়, সেজন্য কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে বাইকটির কাঠামো।
আর এর জন্য কোনো তেলখরচ করে পরিবেশ দূষণের দায়ও নিতে হবে না। কারণ এটি ব্যাটারিচালিত। ভাবছেন এর গতি প্রত্যাশিত হবে না! ইমপসিবল এর গতি প্রতি ঘণ্টায় ১৯ কিলোমিটার। ব্যাটারি ফুল চার্জ থাকলে গড়ে ঘণ্টায় ২৫ কিলোমিটার। ঢাকা শহরের জন্য খুব কম গতি নয় নিশ্চয়ই। খুব শিগগিরই এটি ভারতের বাজারে আসছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button