ব্রিটেনে ইমিগ্রেন্টদের বেনিফিট নির্ভরতা কমছে
ব্রিটেনে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আসা ইমিগ্রেন্টদের মধ্যে বেনিফিট নির্ভরতা কমেছে। অন্যদিকে ব্রিটেনে জন্ম এমন নাগরিকরা এখন ইমিগ্রেন্টদের তুলনায় দ্বিগুন পরিমানে নির্ভরশীল বেনিফিটে। সাম্প্রতিক এক সমীক্ষায় এসব তথ্য প্রকাশিত হয়েছে।
ঐ জরিপ তথ্যে বলা হয় ব্রিটেনে জন্মগ্রহনকারীরা ইমিগ্রেন্টদের চেয়ে অনেক বেশি বেনিফিটের উপর নির্ভরশীল।
ব্রিটেনে এখন ইউকে বর্ন বেনিফিট ক্লেইমের হার ৪০ শতাংশ। অন্যদিকে ইমিগ্রেন্টদের মধ্যে এই হার মাত্র ২৩ শতাংশ। ইউনিভারসিটি কলেজ লন্ডনের জরিপতথ্যের উদ্বৃতি দিয়ে এ তথ্য জানায় স্কাই নিউজ।
সমীক্ষায় বলা হয়,ইউরোপিয় ইউনিয়নের ব্রিটেনে বসবাসরত বাসিন্দারা যে পরিমান বেনিফিট ও সুযোগ সুবিধা পান ট্যাক্স পরিশোধ করেন তার চেয়ে অনেক বেশি।