স্কটল্যান্ডের ফার্ষ্ট মিনিস্টার হিসাবে শপথ নিলেন নিকোলা
এসএনপি নেতা নিকোলা স্টারজিয়ন স্কটল্যান্ডের ফার্ষ্ট মিনিস্টার হিসাবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। তিনি ইতোমধ্যে রয়েল ওয়ারেন্ট- তার নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন লাভের পর এডিনবার্গে কোর্ট অব সেসনে এই শপথ গ্রহণ করেন।
হলিরুডে এমএসপিএসরা সাবেক এই ডেপুটি মিনিষ্টারকে স্কটিশ সরকারের নতুন প্রধান হিসাবে নির্বাচিত করার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে বৃহস্পতিবার ১৫জন সিনিয়র বিচারকের সন্মুখে আনুষ্ঠানিক এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকালেই স্কটিশ পার্লামেন্টে তিনি প্রথম বারের মতো ফার্ষ্ট মিনিস্টারের প্রশ্নোত্তর পর্বে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরের গণভোটে ভোটাররা স্বাধীনতা প্রত্যাখ্যান করার পর আলেক্স স্যালমন্ড পদত্যাগের ঘোষণা দেওয়ায় তিনি তার স্থলাভিষিক্ত হলেন।
এই শপথের মধ্যে দিয়ে স্কটিশরা এই প্রথম একজন মহিলা ফার্স্ট মিনিষ্টারকে তাদের নেতা হিসাবে পেলেন।