ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের ঝাঁকুনি বেশিক্ষণ দীর্ঘ হয়নি। তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবরও জানা যায়নি। ভূমিকম্প পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রের সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১২টা ১৪ মিনিট ৩৭ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩১৭ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠের ৪১ কিলোমিটার গভীরে উত্তর-পূর্ব ভারত-মায়ানমার সীমান্তে।
ঢাকা ছাড়াও তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম,সিলেট, ফেনী ও রাঙ্গামাটি থেকে ভূকম্পন অনুভূত হওয়ার কথা জানা যায়।