খেলাফত মহাসচিবের পদত্যাগ
নিজ দলের নেতাকর্মীদের চাপের মুখে পদত্যাগ করেছেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান। তার বিরুদ্ধে নেতাকর্মীদের আনা জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে দলের বৈঠক শেষে পদত্যাগ করেন জাফরুল্লাহ।
পদত্যাগের সত্যতা নিশ্চিত করে জাফরুল্লাহ খান গণমাধ্যমকে বলেন, আগামী ২৯ নভেম্বর দলের কাউন্সিল হবে। নতুন নেতৃত্ব নির্বাচন করতে পদ ছেড়েছি।
দীর্ঘ ২৭ বছর হাফেজ্জী হুজুরের প্রতিষ্ঠিত খেলাফত আন্দোলনের মহাসচিবের দায়িত্ব পালন করেন জাফরুল্লাহ খান।
বৃহস্পতিবার রাতে কামারাঙ্গিচরের হাফেজ্জী হুজুর মাদরাসায় খেলাফতের সম্মেলন প্রস্ততি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নেতারা জাফরুল্লাহ খানের বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেন।
খেলাফতের ঢাকা বিভাগীয় সমন্বকারী মাওলানা ফিরোজ আশরাফি গণমাধ্যমকে বলেন, জাফরুল্লাহ খানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জামায়াতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দলের নেতারা বারবার এ নীতি পরিবর্তন করার অনুরোধ করলেও তিনি তা রক্ষা করেননি। তাই সম্মিলিত সিদ্ধান্তে তার পদত্যাগ দাবি করা হয়।