অভিনয় জীবন থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন অ্যাঞ্জেলিনা জোলি
অভিনয় জীবন থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন অ্যাঞ্জেলিনা জোলি। সামনেই রিলিজ জোলি নির্দেশিত দ্বিতীয় সিনেমা ‘আনব্রোকেন’-এর রিলিজ। এই উপলক্ষে প্যারিসে গিয়েছিলেন ‘লারা ক্রফট’। সেখানেই এক ফরাসি পত্রিকাকে সাক্ষাত্কার দিতে গিয়ে এমন কথা জানিয়েছেন তিনি৷ ১৯৯৫ -এ ‘হ্যাকার্স’ থেকে শুরু হয়েছে রুপোলি পর্দায় তাঁর সাফল্যের খতিয়ান।
একের পর এক হিট সিনেমায় নায়িকা বা প্রধান মহিলা চরিত্রে অভিনয় করার পর হলিউডের মধ্যগগনে যখন তাঁর কেরিয়ার, তখনই ৩৮ বছরের এই অভিনেত্রী অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন। আগামী বছরের মাঝামাঝি রিলিজ করার কথা জোলি অভিনীত বহু আলোচিত সিনেমা ‘ক্লিওপেট্রা’-র। এলিজাবেথ টেলরের পর জোলিকে মিশরীয় রানির ভূমিকায় দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ব৷ অথচ, সাক্ষাত্কারে তিনি জানালেন, অভিনয় করতে আদৌ স্বচ্ছন্দ্য বোধ করেন না তিনি। এর চেয়ে ক্যামেরার পিছনে থেকে পরিচালকের ভূমিকা পালন করতে পারলেই বেশি খুশি হবেন।
জোলি-নির্দেশিত পরের ছবি ‘বাই দ্য সি’-তে প্রধান চরিত্রে থাকবেন তিনি নিজে এবং স্বামী ব্র্যাড পিট। জোলির অবসরের সিদ্ধান্তে ব্র্যাড পিটের কোনও মন্তব্য পাওয়া যায়নি।