রাশিয়া ছাড়া ইউরোপের নিরাপত্তা সম্ভব নয় : মার্কেল
রাশিয়া ছাড়া ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। বৃহস্পতিবার পোল্যান্ডের ২৪তম পুনর্মিলনী উৎসবে তিনি এ কথা বলেন।
মার্কেল বলেন, “আমরা মনে করি, রাশিয়ার সাথে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমেই ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।” পোল্যান্ডের ক্রাইজোয়া শহরে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী ইওয়া কোপাকজ। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর অবরোধ আরোপ প্রসঙ্গে জার্মান চ্যান্সেলর বলেন, “অবরোধ আরোপ করা কোনো লক্ষ্য হতে পারে না। এটা কেবল তখনই করা যেতে পারে, যখন জরুরি প্রয়োজন দেখা দেবে।”