তিউনিসিয়ায় ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচন
২০১১ সালে গণ-অভ্যুত্থানের পর প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে গতকাল ভোট দিয়েছেন তিউনিসিয়াবাসী। নির্বাচনে ২৭ জন প্রার্থী রয়েছেন। তবে অন্তবর্তী প্রেসিডেন্ট মুনসেফ মারজুকি ও নিদা তিউনিস দলের নেতা বেজি ইজেবসির মধ্যেই মূলত লড়াই হবে বলে অনুমান করা হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনেও পার্লামেন্ট নির্বাচনের মতো বিপুল ভোটার উপস্থিতি দেখা গেছে।
দেশটিতে ৫০ লাখেরও বেশি ভোটার রয়েছেন। এ পর্বে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে আগামী ৩১ ডিসেম্বর দ্বিতীয় দফা ভোট নেয়া হবে।
তিন বছর আগে গণ-অভ্যুত্থানে সাবেক একনায়ক জয়নুল আবেদিন বেন আলীর শাসন অবসানের পর নতুন সংবিধান গ্রহণ, সমঝোতার রাজনীতি এবং বিশৃঙ্খলা এড়ানোর কারণে এ অঞ্চলের জন্য মডেলে পরিণত হয়েছে তিউনিসিয়া।
রাজধানীর সৌকরা এলাকায় ভোট দেয়ার পর মৌনা জেবালি নামে এক ব্যক্তি বলেন, এটি তিউনিসিয়ার ইতিহাসে আরেক ঐতিহাসিক দিন। আরব বিশ্বে তিউনিসিয়া একমাত্র দেশ, যেখানকার লোকেরা নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত জানে না কে প্রেসিডেন্ট হবেন।