লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের নির্দেশ

বহিষ্কৃত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার মামলাটির বাদি অ্যাডভোকেট আবেদ রাজার আবেদনক্রমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান রমনা থানা পুলিশকে এ নির্দেশ দেন।
আবেদ রাজা আগামি ১২ ঘণ্টার মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন। গত ২ অক্টোবর বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী আবেদ রাজা ঢাকার সিএমএম আদালতে এ মামলাটি দায়ের করেন।
ওইদিন বিচারক লতিফ সিদ্দিকীকে ২৮ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু লতিফ সিদ্দিকী আদালতে হাজির না হওয়ায় ম্যাজিস্ট্রেট এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর নিউ‍ ইয়র্কের একটি অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.), হজ ও তাবলিগ নিয়ে কটূক্তি করেন লতিফ সিদ্দিকী।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়েও কটুক্তি করেন তিনি। এ নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণ ও পরে দল থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button