কাদের মোল্লার রিভিউর পূর্ণাঙ্গ রায় প্রকাশ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সকালে রায়টি প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও পূর্ণাঙ্গ রায়টি দেয়া হয়েছে।
রায়ে বলা হয়েছে- মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করা যাবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১২ ডিসেম্বর আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।