লতিফ সিদ্দিকীর গ্রেফতার প্রাথমিক বিজয় : ইসলামী ঐক্যজোট
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বহিস্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি ও ধর্ম অবমাননা রোধে সংসদে আইন পাশ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ঐক্যজোট।
মঙ্গলবার বাদ জোহর লালবাগে এ মিছিল বের হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেছেন, মুরতাদ লতিফ সিদ্দিকীর গ্রেফতারে আমরা আনন্দিত, উল্লাসিত। তবে মনে রাখতে হবে, এটা আমাদের প্রাথমিক বিজয়, চুড়ান্ত বিজয় হবে সেদিন যেদিন নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে ধর্ম অবমাননা রোধে সংসদে সর্বোচ্চ শাস্তির আইন পাশ হবে।
সমাবশে আরো বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যেব হোসাইন প্রমুখ।