মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
বিভিন্ন মহলের প্রবল চাপের মুখে অবশেষে নতিস্বীকার করে পদত্যাগ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল। সোমবার তার ইস্তফা পত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে নতুন কেউ দায়িত্ব না হওয়া পর্যন্ত হেগেল পেন্টাগনের দায়িত্ব সামলাবেন।
মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ওবামার ডেমোক্র্যাটিক পার্টির হার এবং বিশ্বের পরিস্থিতির দ্রুত পরিবর্তনের জেরে চাপের মুখে ছিলেন হেগেল। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ইস্তফা দিতে হল তাকে।
হোয়াইট হাউসের বিশেষ সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এপি জানিয়েছে, গত দুই সপ্তাহ ধরে ওবামার সঙ্গে কয়েক দফা বৈঠকের পর পদত্যাগপত্র জমা দেন হেগেল। ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়াইয়ে আমেরিকার রণকৌশলে পরিবর্তনের লক্ষ্যে হেগেলকে পেন্টাগনের মাথা থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে খবর।
ভিয়েতনাম যুদ্ধের প্রবীণ সৈনিক ও বর্ষীয়ান রিপাবলিকান সিনেটর চাক হেগেল ২০১৩ সালে বারাক ওবামা প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী নিযুক্ত হয়েছিলেন।