বিশ্বের সর্বোচ্চ সেলফি ‘বুর্জ খলিফা’য়
দুবাইয়ের বুর্জ খলিফা বিশ্বের সর্বোচ্চ ভবনের খেতাব বহু আগেই পেয়েছে এবং অসংখ্যবার শিরোনাম হয়েছে। ২ হাজার ৭২৩ ফুট বা প্রায় আধা মাইল উঁচু এ বিস্ময়-অট্টালিকা এবার ভিন্ন কারণে খবরের শিরোনাম। গত বছর সবচেয়ে জনপ্রিয় শব্দ হিসেবে ‘সেলফি’ শব্দটি অক্সফোর্ড ডিকশনারিতে সংযোজিত হয়েছে এবং এরই মধ্যে ব্যাপকভাবে ব্যবহৃতও হয়েছে। ৪৭ বছর বয়সী এক বৃটিশ ফটোগ্রাফার জেরাল্ড ডোনোভ্যান এ শব্দটাকেও নিয়ে গেলেন অন্য এক উচ্চতায়। তিনি সোজা বুর্জ খলিফার ছাদে গিয়ে নিজের ছবি তুলেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। সেলফি তোলার জন্য বিশেষ একটি প্যানোর্যামিক ক্যামেরা ও লম্বা ধাতব ফ্রেম ব্যবহার করেছেন তিনি। আইফোনের একটি অ্যাপের সাহায্য নিয়েছেন ছবিটি ঠিকঠাক তুলতে।