জানুয়ারিতে দুই দফায় বিশ্ব ইজতেমা
জানুয়ারির দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে দুই দফায় হবে বিশ্ব ইজতেমা। এর মধ্যে প্রথম দফায় ৯-১১ জানুয়ারি এবং দ্বিতীয় দফায় ১৬-১৮ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইজতেমা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।
এদিকে বছর বিশ্ব ইজতেমায় এবোলা ভাইরোসে আক্রান্ত পাঁচটি দেশের মুসল্লিদের ভিসা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আসাদুজ্জমান খাঁন জানান, এবার ইবোলার কারণে আফ্রিকার পাঁচটি দেশের মুসল্লিদের আসা নিরুসাৎসাহিত করতে সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোতে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়েছে।
দেশগুলো হলো- নাইজেরিয়া, লাইবেরিয়া, মালি, গিনি ও সিয়েরালিওন।