প্রকৌশলী হাসনাত সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক নিযুক্ত

Hasnatজার্মানীতে কর্মরত প্রকৌশলী হাসনাত মিয়াকে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের প্রবাসী কল্যাণ সম্পাদক পদে নিয়োগ করা হয়েছে। গত ৭ জুলাই সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক এম এ গনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তৃতাকালে কর্মীদের কর্মকান্ড মূল্যায়নপূর্বক বিভিন্ন পদে মনোনয়ন দেয়ার যে আহ্বান জানান তারই পরিপ্রেক্ষিতে হাসনাত মিয়াকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া হলো।
হাসনাত মিয়া সত্তর দশকের একজন বিশিষ্ট ছাত্রনেতা ও তৎকালীন ঢাকা শহর ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ছিলেন। বিদেশ যাওয়ার পর থেকে তিনি জার্মানী ও ইউরোপিয়ান পার্লামেন্টের বিভিন্ন কাজে জড়িত ছিলেন। বর্তমানে তিনি জার্মানীভিত্তিক একটি চিকিৎসা সংক্রান্ত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফর বাংলাদেশ এসোসিয়েশন’র সভাপতি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button