বিয়ার বোতলে ক্ষতিগ্রস্ত লন্ডনের টাওয়ার ব্রিজ
মাত্র দু সপ্তাহ হলো লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রিজে তৈরি হয়েছে ‘গ্লাস ওয়াকওয়ে’। কিন্তু, অভিযোগ ক্রমশ ধ্বংসের দিকে এগোচ্ছে ১৪০ কুট উঁচুতে তৈরি এই নতুন ঝুলন্ত কাঁচের পথ। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে কেউ একটি বিয়ারের বোতল ছুঁড়ে ফেলে দেওয়াতেই বেশ কিছুটা কাঁচ ভেঙেছে। আর তার ওপর উপরি পাওনা ‘হাই হিল’। ভেঙে যাওয়া অংশে কেউ হাই হিল পরে হেঁটে গিয়েছেন। এর ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দু সপ্তাহের মধ্যে এই ঘটনায় স্তম্ভিত কর্তৃপক্ষ। তবে ব্রিজটি সম্পূর্ণ নিরাপদ বলেই কর্তৃপক্ষের দাবি। ক্ষতিগ্রস্ত অংশ থেকে কারও পড়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। কাঁচের পাঁচটি স্তর দিয়ে বানানো হয়েছে ব্রিজটি। টেমস নদী দেখার জন্য এখন এই ‘গ্লাস ওয়াকওয়ে’তে প্রায়ই ভিড় জমাচ্ছেন পর্যটকরা।