আমেরিকার বর্ণবাদ-বিরোধী বিক্ষোভ লন্ডনেও
আমেরিকার মিসৌরিতে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনের হত্যাকারীকে দায়মুক্তি দেয়ার প্রতিবাদে ব্রিটেনের রাজধানী লন্ডনেও বিক্ষোভ হয়েছে। বৃহষ্পতিবার লন্ডনে মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা আমেরিকায় কালো মানুষদের সঙ্গে বৈষম্যের প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দিয়েছে। এ সময় তাদের হাতে মানবাধিকার সংক্রান্ত শ্লোগান লেখা বিভিন্ন প্ল্যাকার্ডও শোভা পাচ্ছিল।
লন্ডনের বিক্ষোভে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে আমেরিকায় বিভিন্ন সময় পুলিশের হাতে নির্বিচারে নিহত কৃষ্ণাঙ্গদের কয়েক জন স্বজনও ছিলেন। তাদের কেউ কেউ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রেখেছেন। ২০১১ সালে মার্কিন পুলিশের হাতে নিহত মার্ক দুগানের ফুপু ক্যারোল দুগান বিক্ষোভ সমাবেশে বলেছেন, আমরা মাইকেল ব্রাউনের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং ফারগুসনের অধিবাসীদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। সারা বিশ্বে পুলিশের হাতে নিহত ব্যক্তিদেরও শ্রদ্ধাভরে স্মরণ করেন বিক্ষোভকারীরা। নিহতদের স্মরণে সব বিক্ষোভকারী এক মিনিট নিরবতা পালন করেন।
আমেরিকার মিসৌরির এক গ্রান্ড জুরি ফারগুসন শহরে ১৮ বছর বয়সী নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনের হত্যাকারী শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে দায়মুক্তি দেয়ার পর আমেরিকাজুড়ে ব্যাপক বিক্ষোভ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে। মার্কিন বিক্ষোভকারীদের প্রতি সমবেদনা জানিয়ে লন্ডনেও বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ।