অর্থনৈতিক সংকটের মুখে ব্রিটেনের ৩৬ ভাগ পরিবার
ব্রিটেনের কয়েক মিলিয়ন মানুষ মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। এক হিসাবে দেখা যাচ্ছে- প্রতি তিনটির মধ্যে একটি পরিবার ভঙ্গুর অর্থনীতির মুখে আছে। এ হিসেবে প্রায় ৩৬ ভাগ পরিবারের জন্য তাদের বর্তমান আর্থিক অবস্থায় তাল মিলিয়ে চলার অবস্থায় নেই।
‘ডেডলাইন টু দ্যা ব্রেডলাইন’ নামে একটি রিপোর্টে এ তথ্য তুলে ধরা হয়েছে। চলতি সপ্তাহে রিপোর্টটি প্রকাশ করা হবে। এতে বলা হয়েছে- জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ার কারণে ব্রিটিশ নাগরিকদের জন্য এ সংকট তৈরি হয়েছে। ব্রিটিশ সরকার আর্থিক সংকটগ্রস্ত লোকজনকে বিশেষ সুবিধা দেবে বলে ঘোষণা করেছে। তার মাস খানেক আগে দ্যা সেন্টার ফর ইকনোমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ নামের একটি সংগঠন ‘ডেডলাইন টু দ্যা ব্রেডলাইন’ নামে এ রিপোর্ট তৈরি করেছে।
এতে বলা হচ্ছে- ওয়েলসে বসবাসকারী ব্যক্তিরা যদি চাকরি বা কর্মসংস্থান হারায় তাহলে তাদের বেশিরভাগ মাত্র সাতদিন চলতে পারবে। অন্যদিকে একই ঘটনা লন্ডনে বসবাসকারী ব্যক্তির ক্ষেত্রে ঘটলে তার জন্য চলার অবস্থা থাকবে ৮৩ দিন।