আরো স্বশাসন পেতে চলেছে স্কটল্যান্ড
ব্রিটেনের কাছ থেকে আরো স্বশাসন পেতে চলেছে স্কটল্যান্ড। নয়া আয়কর কাঠামো তৈরি, উন্নয়নমূলক খাতে ব্যয় নিয়ন্ত্রণ-সহ আরো বেশ কিছু ক্ষেত্রে এই দেশটিকে ক্ষমতা দিতে চলেছে ব্রিটিশ সরকার। সরকার নিযুক্ত কমিশন বৃহস্পতিবার তার রিপোর্টে এই প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে স্কটল্যান্ডের পার্লামেন্ট আরো শক্তিশালী হবে।
১৬০৩ সালে রাজা প্রথম জ্যাকবের অধীনে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের রাজবংশ একত্রিত হয়। ১৭০৭ সালে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের আইনসভাও এক হয়। কিন্তু আজ পর্যন্ত স্কটল্যান্ড নিজস্ব বিচারব্যবস্থা, নিজস্ব শিক্ষাব্যবস্থা, এমনকি নিজস্ব টাকাও রয়েছে তাদের। ১৯৯৯ সাল থেকে স্কটল্যান্ডের নিজস্ব আইনসভা তৈরি হয় এবং তখন থেকেই দেশটি স্বায়াত্বশাসিত।
স্বাধীনতার প্রশ্নে গত সেপ্টেম্বরে স্কটল্যান্ডে গণভোট হয়েছিল। সে সময় ব্রিটেনের সঙ্গে থাকার পক্ষে রায় দেন দেশের বেশির ভাগ নাগরিক। জনাদেশ ঘোষণার পরে স্কটল্যান্ডকে আরো স্বশাসন দেয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।