গোয়েন্দা লেখক পিডি জেমস আর নাই
অপরাধ-সংক্রান্ত সাহিত্য রচয়িতা পিডি জেমস আর নাই। গতকাল বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্যের অক্সফোর্ডের বাসভবনে ৯৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ২০টিরও বেশি বই রচনা করেন। খবর বিবিসি’র।
জেমসের প্রতিনিধি বলেন, অড্যাম ড্যালগ্লিস’র অনেক ফিচারের পদাঙ্ক অনুসরণ করে রচিত এই সাহিত্যিকের ১০ লাখ বই সারাবিশ্বে বিক্রয় হয়েছে।
দ্য চিলড্রেন অব মেন, দ্যা মার্ডার রুম এন্ড প্রাইড এন্ড প্রিজুডাইস স্পিন-অফ ডেথ কামস্ টু পেমবারলি জেমসের সর্বোৎকৃষ্ট পরিচিত সাহিত্য ।
গত বছর বিবিসিকে লেখক বলেছিলেন, তিনি আরো একটি গোয়েন্দা গল্পের ওপর কাজ করছিলেন এবং ‘এটা আবার লেখা গুরুত্বপূর্ণ’ ছিল। ‘বৃদ্ধ বয়সে, এটা খুবই কঠিন হয়ে পড়ে। সাহিত্য রচনায় অনুপ্রেরণা লাভ সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু বিষয়টি হলো লেখক হয়ে তোমাকে লেখা দরকার।’