বেরিয়েছে দেশের প্রাচীনতম সাহিত্য পত্রিকা আল-ইসলাহ
দেশের প্রাচীনতম সাহিত্য পত্রিকা আল-ইসলাহ ৮২বর্ষের দ্বিতীয় সংখ্যা সৈয়দ মবনু’র সম্পাদনায় কবি আফজাল চৌধুরীর স্মরণে প্রকাশিত হয়েছে। এ সংখ্যায় যাদের প্রবন্ধ মুদ্রিত হয়েছে- আল মাহমুদ, আসাদ চৌধুরী, মোহাম্মদ মাহ্ফুজউল্লাহ্, শাহাবুদ্দীন আহমদ, জহুরী, বোরহান উদ্দিন খান, সৈয়দ মোস্তফা কামাল, শাহ ফজলে রাব্বী, নৃপেন্দ্র লাল দাশ, মো. ইকরামুল ওয়াদুদ, রাগিব হোসেন চৌধুরী, আফতাব চৌধুরী, আবদুল হামিদ মানিক, নিজাম উদ্দীন সালেহ, মুকুল চৌধুরী, তমিজ উদ্দীন লোদী, সোলায়মান আহসান, কিশওয়ার ইবনে দিলওয়ার, শিকদার মুহাম্মদ কিব্রিয়াহ, মো. আব্দুস শহীদ, ইয়াহ্ইয়া মান্নান, ড. নজীর আহমদ, আবদুল হান্নান সেলিম, অরবিন্দ দাস, শায়খ তাজুল ইসলাম, সেলিম আউয়াল, শাহ নজরুল ইসলাম, মো. নূরুজ্জামান শাহরিয়ার, আবদুল কুদ্দুস ফরিদী, বাছিত ইবনে হাবীব, নাজমুল আনসারী, আবদুর রহমান, আহমদ মারুফ, মোহাম্মদ আশরাফুল ইসলাম, হাসনাইন চৌধুরী, হোসেন মাহমুদ, জাহেদুর রহমান চৌধুরী, মুসা আল হাফিজ, তাহেরা ফোয়ারা, সৈয়দ মবনু। কবিতা লিখেছেন, কবি দিলওয়ার, আবদুল মান্নান সৈয়দ, মহীউদ্দিন শীরু, রেজাউদ্দিন স্টালিন, নূর-ই-সাত্তার, লায়লা রাগিব, আব্দুল মুকীত চৌধুরী, আবদুল বাসিত মোহাম্মদ, মুহিত চৌধুরী, আশরাফ হাসান, মোশাররফ হোসেন খান, শেখর আচার্য্য, জাকির আবু জাফর, দিনেশ রঞ্জন নাথ, মুহাম্মদ ওহীদুল আলম, মামুন হোসেন বিলাল, সৈয়দা নাসরিন আরা মোনা। এছাড়া রয়েছে কবি আফজাল চৌধুরী সৃজনসম্ভার, প্রফেসর কবি আফজাল চৌধুরীর সাক্ষাৎকার, কবি আফজাল চৌধুরী স্মৃতচিত্রিমালা, সংসদ সংবাদ, সাহত্যি আসর সংবাদ, স্থিরচিত্রে সংসদ কার্যক্রম কবি আফজাল চৌধুরী জীবনপঞ্জি।