রোমান রোডে উইন্টার ফেস্টিভ্যাল ৪-৭ ডিসেম্বর
ক্রিসমাসের উৎসব আমেজ সবার মাঝে ছড়িয়ে দিতে শুরু হচ্চেছ রোমান রোড উইন্টার ফেস্টিভ্যাল। টাওয়ার হ্যামলেটস বারার ঐতিহাসিক স্ট্রিট মার্কেট রোমান রোড এ লেট নাইট শপিং এর পাশাপাশি থাকবে ক্রিসমাসের সমবেত সঙ্গীত, মুখরোচক নানা খাবার ও পানীয়, রং বেরংয়ের ফেন্সি পোশাক, পুরনো দিনের সিনেমার প্রদর্শনী ইত্যাদি।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং রোমান রোড রেসিডেন্টস এন্ড বিজনেস এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ৪ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্ভর পর্যন্ত চলবে বিশেষ এই উৎসব।
অনুষ্ঠানাদির মধ্যে থাকবে, ক্রিসমাসের আলোকসজ্জা আনুষ্ঠানিকভাবে জ্বালানো, সান্তা গ্রোটো, সেন্ট পলস’ চার্চে সঙ্গীতনুষ্ঠান এবং ৬ ডিসেম্ভর শনিবার স্মল বিজনেস সেটারডে উপলক্ষে বিশেষ অফার।
মেয়র অব টাওয়ার হ্যামলেটস লুৎফুর রহমান বলেন, এটা খুবই ভালো কথা যে, বারার টাউন সেন্টারগুলোর ব্যবসা বাণিজ্যের বিকাশে স্থানীয় গ্রুপগুলো কাউন্সিলের সাথে কাজ করছে। তারা যে চমৎকার কাজ করছেন, সেজন্য তাদেরকে আমি সাধুবাদ দিচ্ছি। ডিসেম্ভরের প্রথম সপ্তাহে রোমান রোড ভিজিট করার এবং উৎসব আয়োজনের পুরোটা উপভোগ করার জন্য মেয়র লুৎফুর রহমান বারাবাসীর প্রতি আহধ্বান জানান।
ডেপুটি মেয়র এবং কেবিনেট মেম্বার ফর ইকোনোমিক ডেভেলপমেন্ট, কাউন্সিলর ওলিউর রহমান বলেন, ক্রিসমাসের উৎসব আমেজ শুরুর প্রক্কালে আমরা চাই বাসিন্দারা তাদের অর্থ স্থানীয়ভাবে খরচ করেন এবং রোমান রোডের অনন্যতাকে উদযাপন করেন। কেনাকাটা, খাওয়া দাওয়া, অবকাশ কাটানো ইত্যাদির জন্য আমাদের টাউন সেন্টারগুলো অসাধারণ স্থান হিসেবে পরিচিত।