ফিলিস্তিনীদের অধিকারের প্রতি পর্তুগালের সমর্থন
ফিলিস্তিনীদের অবিচ্ছেদ্য অধিকারের ব্যাপারে জোর সমর্থন জানিয়েছে পর্তুগিজ পার্লামেন্ট। সম্প্রতি পার্লামেন্টের এক বিবৃতিতে এ সমর্থন জানানো হয় বলে জানায় সংবাদ মাধ্যম কুদস ডটনেট। একই বিবৃতিতে তারা ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। স্থায়ী সমাধানে পৌঁছার জন্য জাতিসংঘের আইন মেনে চলার আহ্বান জানানো হয় দুই রাষ্ট্রকে। পাশাপাশি বিশ্ব সংহতিতে ফিলিস্তিনীদের প্রতি সমর্থন জানানোর জন্য জাতি সংঘকে স্বাগত জানানো হয়।
পর্তুগিজ পার্লামেন্ট বলে, তারা মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন করতে চায়। ১৯৬৭ সালের সীমান্তের ওপর ভিত্তি করে নতুন করে দুই দেশকেই চূড়ান্ত সমাধানে যাওয়া উচিত।