ব্রিটেনে ১৩ হাজার আধুনিক ক্রীতদাস
ব্রিটেনে ১০ হাজার থেকে ১৩ হাজার মানুষ আধুনিক ক্রীতদাস অবস্থার শিকার বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র দফতর। এ সংখ্যা আগের হিসাবকৃত সংখ্যার চেয়ে বেশি।
আধুনিক ক্রীতদাস বলতে নারীদের জোর করে বেশ্যাবৃত্তিতে বাধ্য করা, ইটখোলা, কারখানা ও মাছর ধরার ট্রলারে শ্রমিকদের ‘বন্দী করে’ রাখাকে বোঝানো হয়। ব্রিটেনে এই সমস্যার ব্যাপকতা সম্পর্কে এই প্রথম সরকারের প থেকে একটি বিবৃতি দিয়ে ২০১৩ সালের পরিসংখ্যান প্রকাশ করা হলো। ২০১৩ সালে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার মানব পাচার কেন্দ্র দেশটিতে আধুনিক ক্রীতদাসের সংখ্যা দুই হাজার ৭৪৪ জন বলে জানিয়েছিল।