ব্রিটেনে মুসলমানরাই সবচেয়ে বৈষম্যের শিকার
ব্রিটিশ মুসলমানরাই চাকরি ক্ষেত্রে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে। শ্বেতাঙ্গ, পুরুষ ব্রিটিশ খ্রিস্টানের তুলনায় যেকোনো ধরনের চাকরি পাওয়ার ক্ষেত্রে একই বয়সের এবং একই যোগ্যতার মুসলিম ধর্মাবলম্বীর চাকরি পাওয়ার সম্ভাবনা ৭৬ শতাংশ কম। আর নারীদের ক্ষেত্রে তা ৬৫ শতাংশ। বিশেষ করে ব্যবস্থাপনাগত খাতে মুসলমানদের চাকরি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। নতুন এক সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে।
গবেষক ড. নাবিল খাত্তাব ও অধ্যাপক রন জনস্টন অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস লেবার ফোর্সেস জরিপ থেকে এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের নাবিল খাত্তাব বলেন, যেকোনো জাতিগত ও জাতি-সাংস্কৃতিগত দিক থেকে ব্রিটেনে মুসলমানদের অবস্থাই সবচেয়ে খারাপ।
তিনি বলেন, মুসলমানদের আনুগত্য নিয়ে সন্দেহ রয়েছে। এ কারণে অনেক চাকরিদাতা মুসলমানদের চাকরিতে নিয়োগ দিতে চান না।