ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সময় বেঁধে দিতে চায় আরব লিগ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জাতিসঙ্ঘকে সময়সীমা বেঁধে দিতে সম্মত হয়েছে আরব লিগ। জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ‘আমরা আর অপেক্ষায় থাকতে পারি না। আমরা এ রকম স্থির করা একটি অবস্থায় থাকতে চাই না। কর্তৃত্ব ছাড়া কর্তৃত্ব দেখিয়ে যাচ্ছে ইসরাইল।’
তিনি বলেন, ‘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব উত্থাপনের বিষয়টির মানে আমি বুঝি। আর এ অবস্থা চলতে দিলে ভবিষ্যৎ আরো বিপজ্জনক হয়ে উঠবে।’ শনিবার এক বিবৃতিতে আরব লিগ জানায়, ‘কুয়েত, মৌরিতানিয়া, জর্দান ও আরব লিগ প্রধান নাবিল আল-আরাবি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব উত্থাপন করার পক্ষে আন্তর্জাতিক প্রচারণা চালাবেন।’
ঠিক কখন জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে এ প্রস্তাব উত্থাপন করা হবে তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।
তবে কূটনীতিক সূত্রে জানা গেছে, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের আরব সদস্য দেশগুলো ও জর্দান আগামী কয়েক দিনের মধ্যে এ প্রস্তাব উত্থাপন করা হবে। গত বুধবার জাতিসঙ্ঘের একজন দূত জানান, ‘২০১৬ সালের  ভেতর ইসরাইলি অবরোধ এর অবসান ঘটাতে ফিলিস্তিনের প্রস্তাবের আলোকেই এ প্রস্তাব আনতে যাচ্ছে আরব দেশগুলো’।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button