ড. সোলায়মানের গবেষণা মুসলিম উম্মাহকে পথ প্রদর্শন করবে : মাওলানা ইসহাক আল মাদানী

Sylhetবিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস আল্লামা ইসহাক আল মাদানী বলেছেন-“মুসলিম উম্মাহ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এহেন পরিস্থিতিতে রাসুলুল্লাহ (সা:) এর ভবিষ্যৎবাণী মুসলিম উম্মাহর জন্য একটি উজ্জল আলোক বর্তিকা হিসাবে কাজ করবে। এ ক্ষেত্রে ড. সোলায়মানের গবেষণা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মুসলিম উম্মাহকে পথ প্রদর্শন করবে।”
মাওলানা ইসহাক আল মাদানী গতকাল শনিবার ২৯ নভেম্বর ’১৪ ইং সিলেট ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল ড. এ.এইচ.এম. সোলায়মানকে দেয়া সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাদরাসার গভর্ণিং বডির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহর উপস্থাপনায় বেলা ১১ টায় মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্ণিং বডির ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান, গভর্ণিং বডির সদস্য হাফিজ মাশহুদ চৌধুরী, জাদেুর রহমান চৌধুরী, মাদ্রাসার প্রিন্সিপাল ড. এ.এইচ.এম. সোলায়মান, মাদরাসার প্রভাষক মাওলানা হারুন-অর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা ইসহাক আল মাদানী, গভর্ণিং বডির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, মাদ্রাসার পক্ষ থেকে ড. এ.এইচ.এম. সোলায়মানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
অভিভাবক, শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীদের পক্ষ থেকেও তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়।
উল্লেখ্য, ড. এ.এইচ.এম. সোলায়মান সম্প্রতি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে “হযরত মুহাম্মদ (সাঃ)-এর ভবিষ্যৎবাণীর আলোকে বর্তমান বিশ্বপরিস্থিতি: একটি পর্যালোচনা।” অভিসন্দর্ভের উপর পি-এইচ.ডি অর্জন করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button