বাংলাদেশে বাড়ছে এইডসের প্রকোপ

Aidsজাতিসঙ্ঘের কর্মকর্তারা জানিয়েছেন, এইচআইভি এইডস মোকাবেলায় বাংলাদেশে আগের তুলনায় আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ অনেক কমে গেছে। তাছাড়া বিশ্বের বহু দেশে যখন এইডস সংক্রমণের হার কমছে সেখানে বাংলাদেশে বাড়ছে।
জাতিসঙ্ঘের এইডস বিষয়ক কর্মকর্তা নাদিয়া ফারহিন রহমান জানান- দাতা সংস্থাগুলো মনে করছে বাংলাদেশে এখন এই রোগের প্রকোপ কম, তাই সাহায্যের পরিমাণ কমিয়ে দিয়েছে তারা। তবে তিনি বলেন বাংলাদেশে এর সংক্রমণের হারের প্রবণতা কমছে না বরং বাড়ছে।
ইউএনএইডসের হিসাব মতে, দেশে সাড়ে নয় হাজারের মতো মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত।
সংস্থাটির বলছে- এশিয়া প্যাসিফিকে ২০০৫ থেকে ২০১৩ সালে সংক্রমণের হার কমেছে ৬ শতাংশ। বিশ্বের বহু দেশে যখন এর সংক্রমণের হার কমছে সেখানে ২০০১ থেকে ২০১২ পর্যন্ত বাংলাদেশের প্রবণতা বাড়ছে।
এর অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীদের কাছে এ রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা বা চিকিৎসা সেবা পর্যাপ্ত পৌঁছানো সম্ভব হচ্ছে না।
বাংলাদেশে ১৯৮৫ সালে থেকে এইডস বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়। ‘বাচঁতে হলে জানতে হবে’ কর্মসূচি তার মধ্যে অন্যতম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button