তাইজুলের অনন্য হ্যাটট্রিক
হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন তাইজুল ইসলাম। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে হ্যাটট্রিক করার অনন্য কৃতিত্ব দেখিয়েছেন এই স্পিনার। সোমবার মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ওয়ানডে ম্যাচে তিনি এই নজির গড়েন। বাংলাদেশের ১১৬তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয় তাইজুলের। এর আগে চলতি বছরই ওয়েস্ট ইন্ডিজে টেস্ট অভিষেক হয় তাইজুলের। নিজের প্রথম টেস্টেই পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি। ওয়ানডে অভিষেকে তো অনন্য কীর্তি গড়লেন এই তরুণ স্পিনার।
একাদশ ওভারে মাশরাফি বিন মুর্তজার জায়গায় বল করতে আসেন তাইজুল। নিজের প্রথম স্পেলে ৫ ওভার বল করে মাত্র ১১ রান দেন তিনি। দ্রুত রান তুলতে থাকা হ্যামিল্টন মাসাকাদজা ও ভুসি সিবান্দাকে মোটেও সহজে রান করতে দেননি তিনি।
২৭তম ওভারে দ্বিতীয় স্পেলে বল করতে এসে ভয়ঙ্কর হয়ে উঠেন তাইজুল। প্রথম বলে সলোমন মায়ারকে এলবিডব্লিউ করে নিজের প্রথম উইকেট নেন তিনি।
সেই ওভারের শেষ বলে টিনাশে পানিয়াঙ্গারাকে বোল্ড করে নিজের দ্বিতীয় উইকেটটি নেন তিনি। তাইজুলের পরের ওভারের প্রথম বলে জন নিউম্বু এলবিডব্লিউর ফাঁদে পড়লে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয়।
পরের স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান টেন্ডাই চাটারা। উল্লাসে মেতে উঠে স্বাগতিকরা। উদযাপনে পিছিয়ে ছিলেন না গ্যালারিতে থাকা ভক্তরাও।
২ ওভারের সেই স্পেলে কোনো রান না দিয়ে ৪ উইকেট নেন তাইজুল।
তাইজুলের অসাধারণ এই হ্যাটট্রিক বাংলাদেশের বোলারদের মধ্যে চতুর্থ আর সব মিলিয়ে ৩৬তম হ্যাটট্রিক।
২০০৬ সালের ২ অগাস্ট জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন শাহাদাত হোসেন।
জিম্বাবুয়ের বিপক্ষেই ২০১০ সালের ৩ ডিসেম্বর বাংলাদেশের দ্বিতীয় হ্যাটট্রিকটি করেন আব্দুর রাজ্জাক। গত বছর তৃতীয় হ্যাটট্রিকটি করেন রুবেল হোসেন। নিউ জিল্যান্ডের বিপে ২৯ অক্টোবর পরপর তিন বলে উইকেট নেয়ার কৃতিত্ব দেখান তিনি। রুবেলের জায়গায়ই পঞ্চম ওয়ানডেতে অভিষেক হয় তাইজুলের।