প্রতি রোববার মধ্য লন্ডনকে গাড়িমুক্ত করার পরিকল্পনা
প্রতি রোববার মধ্য লন্ডনকে গাড়িমুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। লন্ডনের মেয়র বরিস জনসন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সফরে গিয়ে এ ধরনের প্রকল্পে সাফল্যে মুগ্ধ হয়ে তার নগরীতেও তা প্রয়োগ করতে চাইছেন। রোববার বরিস জনসন ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো বিদোদো ও স্থানীয় গভর্নর সাইকেলে চড়ে জাকার্তাও ভ্রমণ করেছেন।
জাকার্তায় ১৬ বছর দরে রোববার অনেক রাস্তায় গাড়ি চালানো নিষিদ্ধ। ফলে রোববারগুলোতে ইন্দোনেশিয়ানরা সাইকেল চালানোর আনন্দ উপভোগ করেন। অনেকে রাস্তায় হাঁটার আনন্দেও মেতে ওঠেন। রাস্তাগুলো তখন উৎসবমুখর হয়ে ওঠে। লন্ডনের মেয়র জানিয়েছেন, তিনি ‘কার ফ্রি সানডে’ দেখে মুগ্ধ হয়ে পড়েছেন।