বার্গম্যানকে ৫ হাজার টাকা জরিমানা
আদালত অবামানান অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক ডেভিড বার্গম্যানকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাতদিন কারাদণ্ড এবং একই সাথে আদালত চলাকালে সেখানে অবস্থান করার প্রতিকী সাজা দেয়া হয়েছে। মঙ্গলবার আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে দোষী সাব্যস্ত করে এই সাজা দেন।
গত ২০ ফেব্রুয়ারি আদালত অবমানার অভিযোগে তার বিরুদ্ধে নোটিস জারি করে ট্রাইব্যুনাল।
২০১১ সালের ১১ নভেম্বর এবং ২০১৩ সালের ২৮ জানুয়ারি বার্গম্যানের ব্লগে লেখার বিষয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু নোটিশের জবাবে ট্রাইব্যুনাল সন্তুষ্ট না হওয়ায় তার বিরুদ্ধে আদালত অবমানার রুল জারি করেন।
ব্যক্তিগত ব্লগে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে আপত্তিকর লেখার বিষয়ে বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা করেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।