‘যারা ঘোমটা পরে তারা বাঙালি নয়’

Mitaকণ্ঠশিল্পী মিতা হকের একটি বক্তব্য নিয়ে তোলপাড় চারদিকে। চলছে আলোচনা-সমালোচনা। বেসরকারি টিভি চ্যানেল একাত্তরের ‘সংস্কৃতিজনের রাজনীতি ভাবনা’ শীর্ষক টক শোতে তার বক্তব্য নিয়েই এত আলোচনা। সে অনুষ্ঠানে তিনি বলেন, ‘যারা ঘোমটা পরে তারা বাঙালি নয়’।  তিনি বলেন, আমাদের একটি আইডেন্টিটি ক্রাইসিস আছে। আমাদের দেশ বাংলাদেশ। এখানে বিভিন্ন ধরনের লোক বাস করে। এই দেশে শুধুমাত্র আদিবাসীরাই আদিবাসী কিন্তু বাংলাদেশী। বাকি সবাই কিন্তু আমরা বাঙালি। ‘বাঙালি’ যারা, ঈদের দুই দিন পরে হরতাল ডেকেছে। তারা পরিচিত ধর্মীয় সংগঠন হিসেবে। আমরা বলছি, আমাদের পরিষ্কার একটি রেখা আছে। আমার ধর্মের চর্চা, ধর্মের কাজ সেভাবে করবো। তবে আমার একটি কমন পরিচয় থাকবে বাঙালি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নাট্যকার মামুনুর রশীদ, অভিনেতা তারিক আনাম খান ও উপস্থাপক মিথিলা ফারজানার উদ্দেশে তিনি বলেন, আজ তুমি আমি শাড়ি পরে বসেছি। মামুন ভাই, তারিক ভাই পাঞ্জাবি পরে বসেছে। তারা কেউ দাড়ি-টুপি লাগিয়ে নেই। কেউ লম্বা সিঁদুর পরেও নেই। কেউ হিন্দু, শিখ। আমাদের একটি কমন পরিচয় আছে। ছেলেরা এক ধরনের পোশাক পরবে আর মেয়েরা এক ধরনের পোশাক পরবে। মিতা হক বলেন, আমাদের আইডেন্টিটি ক্রাইসিসটা এত বাজে, আজকাল বাংলাদেশে রাস্তায় বেরিয়ে,  কোন ডাক্তারখানায় বা হাসপাতালে গিয়ে, যেখানে একটু লোকজনের সমাগম বেশি, যেখানে ওয়েটিং রুম আছে, লোকজন অপেক্ষা করছে, সেখানে দেখি যে, একমাত্র আমিই বাঙালি। আমি শাড়ি পরে গেছি আর আমার মাথায় ঘোমটা নেই। আজকাল তারা এইটুকু মুখ বের করে রাখছে। এতে তারা আর যাই হোক বাঙালি নয়। তিনি বলেন, বিএনপি আর জামায়াত, ওদের তো একটাই অস্ত্র। মিথ্যা কথা বলা, ইতিহাস বিকৃত করা। যারা হেফাজতে ইসলামের মঞ্চে গিয়ে শরবত খাওয়ান। তারা নতুন নতুন অশ্লীল সিডি তৈরি করে গ্রামগঞ্জে, বাড়ি বাড়ি গিয়ে প্রজেক্টর নিয়ে, ইলেক্ট্রিক যন্ত্র নিয়ে দেখিয়েছে। আমরা যারা বর্তমান সরকারের সমর্থক। কিছুটা হলেও তো সমর্থন আছে, কারণ তারা মূল বিষয়ে একমত আমাদের সঙ্গে। তারা অসামপ্রদায়িক এবং যুদ্ধাপরাধীদের বিচার করবে। এক্ষেত্রে আমি অবশ্যই স্বীকার করবো আমি এ দলকে সমর্থন করি। আমার ভয় নেই। তাদের ভাল কাজের প্রচার হয়নি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button