মাহাথিরকে বাংলাদেশে আমন্ত্রণ শেখ হাসিনার
আধুনিক মালয়েশিয়ার স্থপতি ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল গ্র্যান্ড হায়াতে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে মালয়েশিয়ার এই কিংবদন্তী নেতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। প্রায় আধা ঘণ্টাব্যাপী তাদের মধ্যে আলোচনা হয়।
এর আগে সকালে ঢাকা থেকে রওনা হয়ে স্থানীয় সময় বিকাল ৪টায় কুয়ালালামপুর পৌঁছান প্রধানমন্ত্রী। কিন্তু নিজেকে বিশ্রামের সুযোগ না দিয়েই সন্ধ্যার আগেই সফরের কর্মসূচিতে ব্যস্ত হয়ে পড়েন তিনি।
সন্ধ্যা পৌনে ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেল গ্রান্ড হায়াতের মিটিং রুমে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশীয় প্রধানমন্ত্রীর দক্ষিণ এশীয় বিষয়ক বিশেষ দূত সামি ভেলু। ওই বৈঠক শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন মাহাথির মোহাম্মদ।