মিসরে ১৮৮ মুরসি সমর্থকের মৃত্যুদণ্ড

Egyptমিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ১৮৮ সমর্থকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সামরিক অভ্যূত্থানের পর সৃষ্ট গণআন্দোলনে একটি পুলিশ স্টেশনে হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে এ রায় দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির গিজা ফৌজদারী আদালত এ রায় দিয়েছেন। স্থানীয় পত্রিকা আল আহরাম এ খবর জানিয়েছে।
সূত্র জানায়, গত বছর ১৪ আগস্ট গিজার কিরদাসা পুলিশ স্টেশনে হামলার ঘটনায় দণ্ডকৃতরা দোষী সাব্যস্ত হয়েছেন। শুধু তাই নয় ওই হামলায় ১১ পুলিশ ও দুজন বেসামরিক নাগরিক নিহতের সাথেও তারা জড়িত ছিলেন বলে আদালতে প্রমাণিত হয়েছে।
রায় ঘোষণার সময় ১৮৮ জনের মধ্যে ১৩৫ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।
আসামিপক্ষের আইনজীবী বাহা আব্দুল-রহমান আল আহরামকে জানান, ১৮৮ জনের মধ্যে দুজন মামলা চলাকালীন মারা গেলেও তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়নি। এ দুজনের মধ্যে একজন সংখ্যালঘু।
রায় রিভিউয়ের জন্য মিসরের গ্রান্ড মুফতির কাছে পাঠান হয়েছে। মিসরের ঐতিহ্য অনুযায়ী, মৃত্যুদণ্ডের জন্য গ্রান্ড মুফতির অনুমোদন লাগে। তবে আদালত এ অনুমোদন মেনে নিতে বাধ্য নয়।
উল্লেখ্য, এর আগেও মিসরের আদালত একসাথে কয়েক শ’ মুরসি সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছেন।
গণআন্দোলনের সময় পুলিশ অফিসারকে হত্যার অভিযোগে চলতি বছরের মার্চ মাসে ৫২৯ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। পরের মাসে আরেকটি মামলায় ৬৮৩ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
প্রথম মামলায় গ্রান্ড মুফতি ৩৭ জনের মৃত্যুদণ্ডের অনুমোদন দিয়েছেন এবং পরের মামলায় ১৮৩ জনকে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button