মালয়েশিয়ার সঙ্গে ভিসা সহজীকরণ চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ চুক্তি ও তিনটি সমঝেতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার মালয়েশিয়ার পুত্রজায়ার পারদানা স্কয়ারে এ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিবতুন আবদুল রাজাক উপস্থিত ছিলেন।
দুই দেশের মধ্যে ভিসা সহজ করার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে সরকারী কর্মকর্তা ও কূটনীতিকরা ভিসা ছাড়ায় উভয় দেশ সফর করতে পারবেন।
দেশ দুটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে জনশক্তি রপ্তানির বিষয়ে। এ ব্যাপারে ২০১২ সালে গৃহীত সমঝোতা স্মারকের প্রোটোকল সংশোধনী আনা হয়।
এছাড়া পর্যটন বিষয়ে একটি এবং শিল্প-সংস্কৃতি ও ঐহিত্য বিনিময় বিষয়েও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার গ্র্যান্ড হায়াত বলরুমে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সুবিধাবিষয়ক একটি সংলাপে যোগ দেন। বাংলাদেশ ও মালয়েশিয়ার ব্যবসায়ী নেতারা বৈঠকে অংশ নেন।
এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আয়োজিত এক নৈশভোজসভায় যোগ দেবেন।
মঙ্গলবার তিন দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশে শেখ হাসিনা ঢাকা ত্যাগ করেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় বেলা ২টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।