ব্রিটেনে বাংলাদেশীদের জন্য বিজনেস ভিসা সহজ হচ্ছে

Theresaবাংলাদেশ থেকে ব্রিটেনে ব্যবসা সংক্রান্ত কাজে আসতে ভিসা পদ্ধতি আরও সহজ করা হবে। ঢাকা থেকে দিল্লিতে শুধু ব্রিটিশ ভিসা অফিস স্থানান্তর করা হয়েছে অর্থ সাশ্রয়ের জন্য। তবে আগের মতোই তা দ্রুততার সঙ্গে কাজ করছে। সোমবার লন্ডনে কারি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী টেরিসা মে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ব্রিটেনে আমরা আরও দক্ষ প্রফেশনাল ইমিগ্রেন্ট চাই। বর্তমানে যে হারে আনস্কিলড (অদক্ষ) লোক প্রবেশ করছে এ ধারা অচিরেই বন্ধ করে দেশে কাজে লাগে এমন ইমিগ্রেন্টদের প্রবেশাধিকার সহজ করা হবে।
সেন্ট্রাল লন্ডনের বাটারসি ইভেলুয়েশনে আয়োজিত ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী টেরিসা মে রেস্টুরেন্টগুলোর কর্মচারী সংকট নিরসনে বাংলাদেশ থেকে লোক আনার বিষয়ে কোনো অনুমতি প্রদানের আশ্বাস দেননি। অনেকটা দৃঢ়ভাবেই উপস্থিত সবাইকে হতাশ করে ইমিগ্রেন্ট কমানোর বিষয়টি আবারও তুলে ধরেন তিনি।
কর্মচারী সংকট বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ও স্বরাষ্ট্রমন্ত্রী টেরিসা মে বলেন, কারি রান্না বিষয়ে বিভিন্ন কলেজে কোর্স চালু করা হয়েছে। তারা কয়েকটি কারি কলেজ প্রতিষ্ঠার কথাও জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button