ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম
বেলজিয়ামের জোট সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে। বুধবার দেশটির একটি দৈনিক এ তথ্য জানিয়েছে। সপ্তাহের গোড়ার দিকে সরকারে অংশ নেয়া চারটি দল এ ব্যাপারে সম্মত হয়েছে। ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়টি পার্লামেন্টে উপস্থাপনেরও উদ্যোগ নিয়েছে তারা।
যদি দেশটির পার্লামেন্ট এ উদ্যোগে সমর্থন দেয়, তাহলে এটি হবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া ইউরোপের দ্বিতীয় দেশ। উল্লেখ্য গত অক্টোবরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সুইডেন।