সৌদী বাদশাহর বৃত্তি পাবে বিশ্বের সেরা দুইশ বিশ্ববিদ্যালয়
সৌদি আরবের উচ্চ শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতেতে নিশ্চিত করে জানিয়েছে যে, পবিত্র মসজিদদ্বয়ের খাদেম বাদশা আব্দুল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ১৯তম বৃত্তি প্রকল্প শুধুমাত্র বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সংরক্ষিত রাখা হবে।
মন্ত্রণালয়, বিশ্বের খ্যাতিমান দুইশ বৈজ্ঞানিক বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রস্তুত করেছে, যেখানকার বিশেষজ্ঞ শিক্ষাবিদদের জন্য এ বৃত্তি প্রদান করা হবে।
রিয়াদে অনুষ্ঠিত বাদশাহর বৃত্তি প্রকল্পের দশম পর্ব প্রদান অনুষ্ঠানে উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের বৃত্তি প্রকল্পবিষয়ক আন্ডার সেক্রেটারি নাসের আল-ফাওজানের পক্ষ থেকে বিবৃতি প্রদান করা হয়।
আল-ফাওজান বলেন, সাংহাই র্যাংকিং, দি টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং, দি কিউএস র্যাংকিং, এবং ইউএস নিউজের ভিত্তিতে মন্ত্রণালয় এই তালিকা প্রস্তুত করেছে।
ঐসব বিশ্ববিদ্রালয়ের গবেষকদের কাছ থেকে মেডিসিন, ফার্মাসিউটিক্যাল গবেষণা, মেডিকেল গবেষণা, প্রকৌশল গবেষণা, কম্পিউটার বিজ্ঞান, মৌলিক বিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি গবেষণা, এবং আইনশাস্ত্রের ওপর পাওয়া গবেষণাসমূকে গুরুত্ব দেয়া হবে। আরব নিউজে সৌজন্যে।