স্টিফেন হকিংয়ের কথা বলার নতুন সফটওয়ার
স্টিফেন হকিংয়ের কথা বলার নতুন সফটওয়ার আবিস্কার করেছে ইনটেল। বিশ্ববিখ্যাত এই পদার্থবিজ্ঞানী কয়েক দশকের পুরাতন যে প্রযুক্তিতে কথা বলতেন এখন সেখানে পরিবর্তন আনা হচ্ছে। এর ফলে তিনি আগের চেয়ে দ্বিগুন গতিতে কথা বলতে পারবেন বলে আশা করছেন ইনটেল কোম্পানির প্রকৌশলীরা। প্রকৌশলীরা হকিংয়ের সাথে সমন্বয় করে তিন বছর ধরে এটিকে তৈরি করছেন।
নতুন এই প্রযুক্তি ব্যবহারের ফলে স্টিফেন হকিংয়ের ইন্টারনেট ব্রাউজ করা অনেক সহজ হয়ে যাবে এবং কথা বলার জন্য তিনি যে কি-বোর্ড সেন্সর ব্যবহার করেন তাতে দ্বিগুন গতি আসবে। ৭২ বছর বয়সী এই পদার্থবিজ্ঞানী মোটর নিউরন রোগে আক্রান্ত এবং প্রায় পুরোপুরি পাক্ষাঘাতগ্রস্ত। কথা বলার ক্ষেত্রে তিনি প্রযুক্তিনির্ভর।