বিদেশে খেলতে পারবেন সাকিব
বিদেশের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে খেলতে পারবেন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ ঘোষণা দেন। এর আগে শৃঙ্খলাভঙ্গের দায়ে গত ৭ই জুলাই সাকিবকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি। একইসঙ্গে আগামী বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরে কোন টুর্নামেন্টে খেলার জন্য তাকে অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ারও ঘোষণা দেয়া হয়। পরে তার শাস্তির মেয়াদ কমায় বিসিবি। ১৫ই সেপ্টেম্বর থেকে দেশের হয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে খেলার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। সর্বশেষ বিদেশী লীগে খেলার ওপরও নিষেধাজ্ঞা তুলে নেয়া হল।