সিলেট ওসমানী বিমান বন্দরে মিনা রহমানকে সম্বর্ধনা
নির্বাচনকে সামনে রেখে বার্কিং আসনের কনজারভেটিভ দলীয় এমপি প্রার্থী মিনা রহমান এক সংক্ষিপ্ত সফরে ৪ ডিসেম্বর সকালে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে সিলেট পৌঁছলে বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান ছাতক পৌর সভার মেয়র আবুল কালাম চৌধুরী। মিনা রহমানকে বরন করতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন সাংবাদিক রাজনীতিবিদ সহ সিলেটের বিশিষ্টজনেরা। এ সময় বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে মিনা রহমানের সাথে কুশল বিনিময় করেন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত মিনা রহমানের সাফল্য কামনা করেন বলেন, সে দিন আর খুব দূরে নয় বাঙ্গালীরাই একদিন বৃটেনের প্রতিনিধিত্ব করবে। দু‘সপ্তাহর বাংলাদেশ সফরে মিনা রহমান বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন। চার ডিসেম্বর বিকেলে সিলেটে হলিসাইড হোটেলে সংবাদ সম্মেলন, ছয় ডিসেম্বর দুপুর ১২টায় ছাতক প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং ঐদিন বিকেল তিনটায় লাকী কমিউনিটি সেন্টারে ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী আয়োজিত সম্ভর্ধনা সভায় যোগদান, সাত ডিসেম্বর সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন আয়োজিত সুনামগঞ্জ জেলাবাসীর সাথে মতবিনিময় ও নয় ডিসেম্বর সুনামগঞ্জের পৌরমেয়র আইয়ব বখত আয়োজিত পৌরবাসীর সাথে মতবিনিময়। ১২ ডিসেম্বর ঢাকায় দেশের শীর্ষ রাজনীতিবিদদের সাথে পৃথক পৃথক মতবিনিময় শেষে ২০ ডিসেম্বর তার বিলেত ফিরে আসার কথা রয়েছে। মিনা রহমান জানান জন্মভূমির মানুষের আশির্বাদ নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করতে চান আর এলক্ষ্যেই তার বাংলাদেশ সফর।