সসাস বাজারে নিয়ে এলো নতুন গান ও নাটকের অ্যালবাম
প্রযোজনা সংস্থা সসাস বাজারে নিয়ে এলো নতুন কিছু গান ও নাটকের অ্যালবাম। এর মধ্যে ঢাকার সাইমুম শিল্পীগোষ্ঠী দীর্ঘদিন পর নিয়ে এলো দুটি অ্যালবাম। একটি নাটকের অন্যটি শিশুদের গানের। অ্যালবামগুলোর মধ্যে রয়েছে মেহেদী ইসলাম সুমনের রচনা ও হুসনে মোবারকের পরিচালনায় নাটক ‘স্বপ্নকথা’ ও শিশুদের গান ‘স্বপ্নের দেশে’। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ বাজারে এনেছে আব্দুল মান্নানের রচনা ও আব্দুল্লাহিল কাফি’র পরিচালনায় নাটক ‘অবশেষে’ যার সঙ্গীতায়োজন করেছেন আমিরুল মোমেনিন মানিক। অন্যান্য ভিডিও গানের অ্যালবামগুলোর মধ্যে রয়েছে সিলেটের দিশারী শিল্পীগোষ্ঠীর ‘তাকওয়া’ চট্টগ্রামের পারাবারের ‘রাত্রিভোরের গান’ ও ঢাকার সওগাতের ‘দিদার দাও আমায়’। এছাড়াও অডিও গানের মধ্যে রয়েছে সসাস প্রযোজিত ও পরিবেশিত অ্যালবাম ‘বিয়ের গান’, ঢাকার অনুপমের শিল্পী তাওহীদুল ইসলামের একক অ্যালবাম ‘প্রশান্তি’ ভোলার আলহেরা শিল্পীগোষ্ঠীর ‘স্বপ্নদ্বীপ’ মৌলভীবাজারের মৌসাসের ‘কৃপায় ধন্য করো’। অ্যালবামগুলো ছাড়াও এ যাবতকালের সেরা নাটকগুলো নিয়ে একটি ‘নাট্য সংকলন’ ও ২০১৪ সালে সসাস থেকে প্রকাশিত গানগুলো নিয়ে ‘গানের সংকলন-২০১৪’র ও মোড়ক উন্মোচন করেন সসাস চেয়ারম্যান আবদুল জব্বার। প্রেস বিজ্ঞপ্তি।