সমাজকল্যাণমন্ত্রী আবারো মঞ্চে বসে ঘুমালেন

Mohsinকুমিল্লার একটি মতবিনিময় সভায় এসেও মঞ্চে ঘুমিয়ে পড়েন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। শনিবার দুপুরে কুমিল্লা মহানগরীর মুন্সেফ কোয়ার্টারে অবস্থিত প্রস্তাবিত খায়রুন নেছা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি একটি গানও গেয়েছেন।
মন্ত্রীর বক্তব্যের সময় ছবি তুলতে গেলে তিনি ফটোগ্রাফারদের সরে যেতে বলেন। অনুষ্ঠানের ফাঁকে উঠে গিয়ে মঞ্চের পেছেন মন্ত্রী ধূমপান করেন। এ সময় কেউ যেন ছবি তুলতে না পারে সে জন্য তার পাশে নিজস্ব লোকজন মানবপ্রাচীর গড়ে তোলে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
আরো বক্তব্য রাখেন হাসপাতালের জায়গার দাতা ও সাবেক সচিব এ টি এম শামসুল হক, জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল ও ডা: আতাউর রহমান জসীম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা: এ কে আজাদ খান।
উল্লেখ্য এর আগে সমাজকল্যাণমন্ত্রী একাধিক অনুষ্ঠানের মঞ্চে বসে ধূমপান করেন ও ঘুমিয়ে পড়েন।
ছাত্রলীগ নিজেদের স্বার্থেই মারামারি এমনকি হত্যা করছে
সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, ‘ছাত্রলীগ অশান্তি সৃষ্টি করছে, এতে আমি ব্যথিত। তোমরা (ছাত্রলীগের নেতাকর্মীরা) তোমাদের স্বার্থেই হানাহানি, মারামারি কর। এমনকি হত্যা কর। এই প্রক্রিয়া থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে। ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগকে ডিসিপ্লিন ও অর্ডার শুনতে হবে। গতকাল কুমিল্লা মহানগরের বিষ্ণুপুর এলাকায় একটি হেলথ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। খায়রুন্নেসা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে মন্ত্রী কুমিল্লা মহানগরের ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button