লন্ডনে বাংলা একাডেমির বই মেলা শুরু
পূর্ব লন্ডনের মাইল এন্ড এলাকার গ্রোভ রোডস্থ দি আর্ট প্যাভিলিয়ন হলে শুক্রবার রাতে বাংলা একাডেমীর ৩ দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। ক্ষুদ্র পরিসরে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান, বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, লন্ডন প্রবাসি প্রবীণ সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী, আগামী প্রকাশনীর সিইও ওসমান গনি, অন্য প্রকাশের মাজহারুল ইসলাম, পাঞ্জেরী পাবলিকেশন্সের কামরুল হাসান শায়ক, আহমেদ পাবলিশিং হাউজের সেজবাহ উদ্দিন, মাওলা ব্রাদার্সের আহমেদ মাহমুদুল হক প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, আমাদের ভাষা-সাহিত্য-সংস্কৃতি বিকাশের লক্ষ্যে প্রবাসে এই বই মেলার আয়োজন করেছি। লন্ডনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা কিছুটা হলেও উপকৃত হবেন। বিশেষ করে তরুণ প্রজন্ম যদি বাংলা ভাষা-সংস্কৃতি সম্পর্কে সামান্যও জানতে পারেন তা আমাদের সাফল্য।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দিন দিন পাঠক কমে যাচ্ছে। তরুণ প্রজন্ম জ্ঞান অন্বেষণের চেয়ে জিপিএ-৫ পেতে বেশি আগ্রহী। এজন্য আমরা যারা অভিবাবক আছি তারাই দায়ী। শিশুদের ওপর পাঠ্য বইয়ের বোঝা বাড়িয়ে দিয়েছি। তারা শ্রেণী কক্ষের বইয়ের ভারে ন্যূজ হয়ে পড়েছে।
নূর বলেন, আমাদের প্রতিটি জেলায় গণ গ্রন্থাগার রয়েছে। প্রতিটি উপজেলায় এর বিস্তৃতি করতে চাই। কিন্তু পাঠক নেই। তরুণদের মাঝে পাঠাভ্যাসের আগ্রহ কমে গেছে। তারা এখন ইন্টার নেটে তথ্য সংগ্রহ করতে বেশি পছন্দ করে। তারা মূলত তথ্য পেলেও মৌলিক জ্ঞান পাচ্ছে না। তিনি তরুণ প্রজন্মের প্রতি জ্ঞানার্জনের জন্য বইয়ের পাঠাভ্যাস করার আহ্বান জানান।
মেয়র লুতফুর রহমান বলেন, বাংলা একাডেমির বই মেলা আয়োজনে সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। বিগত দিনেও আমরা সহযোগিতা করেছি। আশা করি ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে।
আবদুল গাফফার চৌধুরী বলেন, চিত্তরঞ্জন সাহা বাংলা বই মেলার প্রবর্তন করেন। তার প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হবে। তিনি কয়েকটি বই নিয়ে সর্বপ্রথম এই মেলার প্রবর্তন করেছিলেন। আজ তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এটা আজ আমাদের গৌরব। এর মাধ্যমে বাঙালির ভাষা-সংস্কৃতি বিশ্বময় বিস্তৃতি ঘটছে। বাংলা বই মেলা আজ মৌলবাদের বিরুদ্ধে একটি অভিঘাত।
সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ছড়াকার দিলু নাসের।