মধ্যপ্রাচ্যে আবার স্থায়ী সামরিক ঘাঁটি গড়ছে ব্রিটেন
মধ্যপ্রাচ্যে আবার স্থায়ী সামরিক ঘাঁটি নির্মাণ করছে ব্রিটেন। ১৯৭১ সালে ওই অঞ্চল থেকে নিজেদের গুটিয়ে নেয়ার পর ব্রিটেন চলতি সপ্তাহান্তে বাহরাইনের সঙ্গে ঘাঁটি স্থাপনের একটি চুক্তি করেছে। প্রায় ৭২ কোটি টাকা ব্যয়ে উপসাগরীয় অঞ্চলে নিজস্ব ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে ব্রিটেন।
ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন বলেছেন, এই ঘাঁটি ওই অঞ্চলে ‘স্থিতিশীলতা’ বিনির্মাণে সহায়ক হবে। বাহরাইনের মিনা সালমান বন্দরে স্থাপন করা হবে ঘাঁটিটি।
ধারণা করা হচ্ছে, ইসলামিক স্টেটর হুমকি এবং শিয়া ইরানকে মোকাবিলায় এ ঘাঁটিটি স্থাপন করা হচ্ছে। শিয়া আন্দোলনে বেশ বেকায়দায় আছে বাহরাইন।
যুক্তরাষ্ট্রের স্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে বাহরাইনে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে ঘাঁটি রয়েছে ফ্রান্সের। মিনা সালমান বন্দরে যুক্তরাজ্যের চারটি রণতরী মোতায়েন রয়েছে। ওই অঞ্চলে আরো রণতরী বাড়াতে চাইছে ব্রিটেন।